Lockdown এর প্রেম
Lockdown এর প্রেম
কতো দিন হলো দেখিনা তোমায়,
কতো দিন হলো ছোঁয়া পাইনা তোমার।
এই ছোঁয়াচে রোগের জন্য।।
কতো দিন হলো একসাথে সময় কাটাচ্ছি না,
সেই ফুচকা, মোমোর স্বাদ তা পাচ্ছিনা,
সব এই ছোঁয়াচে রোগের জন্য।।
অবিরাম ঘর বন্দি,
তুমি এপার আমি ওপরে।
সব এই ছোঁয়াচে রোগের জন্য।।
কতো দিন হলো তুমি আর আমি ,
সেই কাকুর দোকানে চা খাচ্ছি না।
চা কাকু কি ভালো আছেন ?
সেটা জানতে পারছি না,
এই ছোঁয়াচে রোগের জন্য।।
তাতে দুঃখ করার কি আছে বলো?
আবার সব ঠিক হবে,
নুতন সূর্য আবার উঠবে।
রোগ হীন বাতাসে আবার শ্বাস নেবো আমারা,
বেরঙিন শহরে রং ছুড়বো আমরা।।
নীরব রাস্তায় আবার কত কথা শুনবো আমরা
কারো হাসি কারোর কান্নার
ভাগিদার হবো আমারা।।
- ধীমান
Comments
Post a Comment