তোমায় খুঁজে ও খুঁজি না

    

তুমি এখন আর আমায় খোঁজো না, 
হ্যাঁ আমি ও খুজেঁ খুঁজি না।
আজও আকাঁবাকা স্মৃতি সব ভেসে ওঠে, 
চোখের সামনে।। 
তখন মনে কান্না নিয়ে মুখে হাসি।

জানো আমি আজ আর কাঁদি না।। 

আমি আর তোমায় দোষী না , 
ভালোবেসেছি তাই আজও ভুলিনা । 
আমি আজ আর কাঁদি না।। 

হয়তো তোমার মন থেকে 
সব স্মৃতি মুছে গেছে। 
কিন্তু আমি তোমার দেওয়া স্মৃতিতে , 
রোজ চোখ ফেরাতে ভুলিনা  ।

আমি তোমায় আর দোষী না।। 

আজও প্রত্যেক কবিতায় তুমি থাকো, 
রূপকথায় তোমাকে আর লিখি না। 
আজ তোমায় খুঁজে ও খুঁজি না।। 

- ধীমান

Comments