ভয় হয় ভালোবাসতে
ভালোবাসবার ইচ্ছে তো হয় তোমাকে,
ইচ্ছে হয় শুরু করি নুতন অধ্যায়।
কেন জানিনা আবার ভয়ও হয়
যদি অসম্পূর্ণ থেকে যায় আমাদের গল্প!
যদি সুন্দর ইতি না হয়?
তাই ভয় হয়।।
ইচ্ছে হয় স্বপ্ন বুনি হাজারটা তোমায় নিয়ে,
নতুন রাজ্য গড়ি তোমায় নিয়ে।
যেখানে রাজা হবো আমি আর রানি হবে তুমি,
কিন্তু ভয়।
যদি ভেঙ্গে যায় সব স্বপ্ন!
ইচ্ছে হয় জৎসনা রাতে
তোমায় নিয়ে আকাশটাকে দেখি,
জৎসনার আলোতে ভালোবাসার স্মৃতি গড়ি।
আবারও ভয় হয়!
যদি কালো মেঘ এসে ঢেকে নেয় আকাশটাকে?
তাই ভয় হয় আবার ভালোবাসতে।
ভয় হয় আবার বিশ্বাস করতে।।
- ধীমান
Art by Baishali das
Comments
Post a Comment