দিন আনি দিন খাই

দিন আনি দিন খাই

দিন আনি দিন খাই, 
যাবো কি করে বাইরে। 
বাইরে যে বসে আছে মৃত্যু।। 

ভগবান তুমি মিথ্যে! 

শত শত মরছে মানুষ, 
মরছে আতঙ্কে তিলে তিলে। 
আর তুমি দেখছো নাটক, 
সেই অট্টালিকা থেকে! 

ভগবান তুমি মিথ্যে।। 

আমি দিন আনি দিন খাই, 
তুমিই বলো যাবো কি করে বাইরে? 

আমার ছেলেটা আজ না খেয়ে ঘুমিয়েছে, 
আমি বা না ই খেলাম। 
এই হিসেবটা দেবে কি তুমি পরে? 

ভগবান আমি দিন আনি দিন  খাই।। 

দা খানা আমার জংকার পরছে, 
কেউ রাখছে না কাজেতে। 
চারিদিকে নাকি অসুখে অসুখ, 
অন্ন দেবে কে? 
আমার ছেলের মুখেতে।। 

- ধীমান
 

Comments