এখনো হয়নি দেরি
ছেড়ে দাও অভিমান,
ঝেড়ে দাও রাগ।
হয়তো এখনো হয়নি দেরি।
হয়তো এখনো হয়নি বন্ধ,
ভাবনার ঘড়ি।।
হয়তো কখনো ফিরে আসবে,
হয়তো কখনো আবার ,
আমার হতে আসবে।
হয়তো তখন থাকবে কারোর খাঁচায় বন্দী।।
প্রিয়তমা এখনো হয়নি দেরি।
রাতের আঁধারে
খোলা আকাশের দিকে তাকিয়ে,
জিজ্ঞাসা করো নিজেকে
কিসের এতো অভিমান ?
হয়তো এখনো হয়নি দেরি।
খুলে রেখেছি দু হাত তোমায় আগলে ধরতে।
কিসের এতো অভিমান
একটি বার জানতে।
এখনো হয়নি দেরি।।
- ধীমান
Comments
Post a Comment