থেমে গেছে বিশ্বের ঘড়ি
কখনো যে বিশ্বের ঘড়ি থেমে যাবে
তা কি কখনো ভেবেছো?
আজ সব কিছু থেমে গেছে,
আজ সময় থমকে গেছে।
কখনো কি ভেবেছো?
আজ পৃথিবী পরিশ্রান্ত,
বিশ্রাম চাইছে।
আজ পৃথিবী অসুস্থ,
অসুক সারাতে চাইছে।
আজ পৃথিবী থমকে গেছে।।
আজ হঠাৎ,
বিশ্ব ঘুরে দাড়িয়েছে,
আমাদের অজস্র ভুল ধারণা ভাঙ্গতে এসেছে,
এই পৃথিবীটা শুধু আমাদের নয়,
পৃথিবী বলতে এসেছে।।
শক্তিশালী অস্ত্র কতো পারমাণবিক বোমা,
আজ অকেজো।
বিশ্বের প্রভাবশালী দেশ গুলো কেন চিন্তিত?
কখনো যে বিশ্বের ঘড়ি থেমে যাবে
তা কি কখনো ভেবেছো?
- ধীমান
Comments
Post a Comment