নিঃশব্দ পৃথিবী
এতো নিঃশব্দ কেন শহর?
আতঙ্কে আতঙ্কিত প্রতিটা প্রহর!
আজ ওদের সময়।
অবিরাম চলতে থাকা শহর,
আজ পরিশ্রান্ত,
চাইছে বিশ্রাম এ শহর।।
আমারা ভুলে গিয়েছিলাম
পৃথিবীটা শুধু মোদের নয়,
বাঁচবার অধিকার তো তাদের ও।।
আমরা মানব রূপী দানবরা,
গিলে খাচ্ছি পুরো পৃথিবীটা।।
শাস্তি তো পেতে হবেই মোদের।।
- ধীমান
Comments
Post a Comment