খোলা চিঠি

অনেক দিন পর দেখা ফেসবুকে,
সেই একই আছো।
সেই চোখ, সেই মায়াবী হাসি।

জানি ভালো আছো,
আর থাকবেই না কেন?
আমি তো তোমার ভালোটা ই চেয়েছি ।

ভালো আছো  শুনে আমি অনেক খুশি।

জানো আমি আমার সুখ দুঃখের সব কথা,
জমিয়ে রেখেছি।
হয়তো তুমি একদিন আসবে,
হাতে হাত রেখে সব কথা বলবো তোমায়।।

অনেকটা অভিমান ও জমিয়ে রেখেছি মনে,
আর রাখবোই না কেন?
এতো দিনের স্বপ্নো যে ভেঙ্গে দিয়েছো তুমি।।

ভুল আমার ও ছিল,
আর ভুল হয়তো কিছুটা তোমার ও ছিল।
এই বলে কি সব স্বপ্ন ভেঙ্গে দেবে?

তবে এতো কথা দেওয়ার মনে কি ছিল?

ইচ্ছে করে আজও তোমায় জড়িয়ে ধরি,
ইচ্ছে করে চিৎকার  তোমায় বলি,
কেন চলে গেলে আমায় ছেড়ে?

এই খোলা চিঠি আজ তোমার তরে । ।

- ধীমান

Comments