একটু হাসতে শেখো

এতো কান্না কিসের?
তোমায় তোমার প্রেম ছেড়ে গেছে বলে!
তবে এতো কাঁদতে হবে?
তবে কি এতো ভাঙ্গতে হবে?

একটু স্বার্থপর হতে শিখো ,
এবার তো একটু নিজের জন্য বাঁচাতে শিখো।
একটু নিজের জন্য ভাবতে শেখো।।

অনেক হয়েছে কান্নাকাটি,
এবার  চোখের জল মুছতে শিখো।
খোলা আকাশে উড়তে শেখো ।।

তুমি এখন বাঁধাহীন
মন খুলে নিজের জীবনটা বাঁচাতে শেখো,
এতো কাঁদতে নেই একটু হাসতে শেখো।।

- ধীমান

Comments