চিল

ও চিল তুমি ঘুরে ফিরে কি খোঁজছো,
ওই নীল আকাশ থেকে কাকে দেখছো।
তোমায় ছেড়ে যাওয়া প্রেম?
এই কড়া রোদ্দুরে
তুমি ওকে আজও খোঁজছো।।

তুমি ভুলে যাও ওকে,
তালাশ করা ছেড়ে দাও এবার।
তোমার প্রেম সুখী আছে 
বিলাসিতার জগতে।।

আর তুমি রোদ্দুরে আজও পুড়ছো !
এবার ভুলতে শেখো,
নীল আকাশে দূর দূরান্তে উড়তে শেখো।

ও সুখী আছে এটা মানতে শেখো।।

- ধীমান

Comments