তোমার অভিরত

সেই রাস্তার মোড়ে কি আর দেখা হবে না।
তোমার জন্য অপেক্ষা করে ,
ঘড়ি কে কি আর
সময়ের কথা জিজ্ঞাসা করা হবে না।।

তোমার বাড়ির রাস্তাটা আজও ছাড়তে পারিনি
তোমার বাড়ির জানালার দিকে,
ফিরে তাকাতে আজও ভুলিনি।।

আমি তো সেই আগের,
তোমার প্রেমের প্রেমিক,
শুধু তুমি বদলে যাবে সেটা স্বপ্নেও ভাবিনি।।

ঘুরে ফিরে তোমায় ভুলেও ভুলতে পারিনি,
আমি তোমার প্রেমের অভিরত ।
তোমার অনুরতি আজও ছাড়াতে পারিনি।
শুধু তুমি বদলে যাবে সেটা স্বপ্নেও ভাবিনি।।

- ধীমান

Comments