সবাই যুদ্ধের নেশায় নেশাচুর
এত আধার কেন চারি পাশে?
সূর্য উঠতে রাজি না কেন এ দেশে।
মানবিকতা হেরেছে আজ ধর্মযুদ্ধে,
মানবিকতা আজ মরেছে প্রজাতন্ত্রে ।।
বাম হাত বলছে আজ ডান খারাপ,
ডান হাত বলছে বাম খারাপ।
তবে কোন হাত ধরি মনবিকতার স্বার্থে ?
আজ সবাই যুদ্ধের নেশায় নেশাচুর।
কেউ বলছে সব গেরুয়া করে দাও,
তো কেউ বলছে সব সবুজ করে দাও।
সব শেষে কি মানুষ বাঁচবে?
আমরা মরছি ধর্মযুদ্ধে,
আমরা লড়ছি রাজনীতির মঞ্চে।
আমরা অনেক ভাগ্যবান,
দুবেলা তো ভাত জোটছে।।
সব যুদ্ধ বিদ্বেষ ছেড়ে,
চলো ঘুরে আসি পৃথিবীর বুকে।
দেখবে কত শত মানুষ মরছে
দুবেলা ভাতের অভাবে।।
দুবেলার ভাতই তাদের ধর্ম,
দুবেলার ভাতই তাদের স্বর্গ।।
আর আমরা খেলছি শুধু ধর্ম ধর্ম।।
- ধীমান
Comments
Post a Comment