তুমি আর নেই আমার অপেক্ষায়
তুমি তোমার মন পালটেছো ।
তুমি তোমার চাহিদা পালটেছো,
সাথে পালটেছো তোমার রাজধানী।
পাইনা তোমায় সেই রাস্তার ধারে,
পাইনা আর তোমায় সেই জানালার কাছে,
আমার অপেক্ষায়।।
আজ তোমার চিঠি গুলো,
ঠিকানা পালটেছে।
আজ তোমার ভালোবাসা গুলো,
কোথায় যেনো হারিয়েছে।
গল্পটা আর লিখা হল না,
দোয়াতে ভালোবাসার অভাবে।।
- ধীমান
Comments
Post a Comment