নর
আমারা নর আমরা পুরুষ,
আমরা মরি বা বাঁচি নেই কারও আফসোস।
মন খুলে কখনো কাঁদতে পারিনা,
সমাজের সামনে ভেঙ্গে পরতে পারিনা।
ছোট থেকে বড় হয়েছি,
শুনেছি কাঁদতে মানা আমাদের।
আমাদের চোখের জল নয় এতো সস্তা।।
কথায় কথায় শুনি,
ছেলে হয়েছিস কষ্ট কিসের?
সমাজ কেন ভুলে যায় আমরাও যে মানুষ।।
বড় হতে না হতেই কাঁধে আসে কত ভার,
কখনো বেকারত্ব, কখনো পরিবার,
কখনো প্রেমে মন ভেঙ্গে চুরমার ।।
আসুক যত বাঁধা আসুক যত ঝড়।
আমরা পুরুষ মানুষ,
আমাদের কিসের ডর।।
আমরা সেই মন ভাঙ্গা প্রেমিক,
আমরা সেই পরিশ্রম করা শ্রমিক।
আমাদের কান্না যায়না কেন বহুদুর।।
- ধীমান
Comments
Post a Comment