নিশাচর
আমার সিগারেটের ধোঁয়ায়,
দুষিত এ শহর।
আমার চোখের জলে,
কেন কাঁদছে এ শহর।
বলেছি তো ভুলেছি তোমায়,
বলছি তো আর ভালোবাসি না তোমায়,
তবে কেন কাঁদাচ্ছো আমায়।
আমি কেন আজ রাত জাগা নিশাচর।।
ভুলতে চাই তোমায়,
বাঁচতে চাই আবার,
ভালোবাসার অভিনয় কেন করেছিলে?
বলোনা এসে একবার।।
আমি কেন আজ রাত জাগা নিশাচর।
রাতের আঁধারে আমি আজ বাঁচতে চাই,
সকালের আলো থেকে দুরে সরতে চাই।
রাতের আঁধারে সুন্দর কেন আজ এ শহর।
বলোনা এসে একবার।।
- ধীমান
Comments
Post a Comment