অতীত

ফেলে এসেছি, হ্যাঁ ফেলে এসেছি।
এক অন্ধকার এক দুঃস্বপ্ন।।

যে আঁধারে বন্দি ছিলাম,
তোমাকে হারানোর ভয়ে তিলে তিলে মরতাম।

তবে আজ স্বাধীন আমি,
নতুন আলো ডাকছে আমায়
নতুন ভোর ডাকছে আমায়,
নতুন রোদ ছুতে চাইছে আমায়।।

ফিরতে চাই না সেই কালো অতীতে,
যে অতীত বোবা ডাইরি কে বলতে শিখিয়েছ।
যে ডাইরি রঙিন রঙিন গল্প লিখেছে।

কালো কালি দিয়ে ভরিয়েছি,
সেই ডাইরির পাতা গুলোকে,
রঙিন থেকে বেরঙিন  করেছি
তোমার লাল নীল
মিথ্যে ভালোবাসার, কথা গুলোকে।।

-ধীমান

Comments