সব ঠিক হয়ে যাবে

যারা বলে সব কিছু ঠিক হয়ে যাবে।
সত্যিই কি তা?
সত্যিই কি সব ঠিক হয়ে যাবে?
এখনও কি সব ঠিক আছে।

জ্বলে পুড়ে ছাই হচ্ছে জঙ্গল,
শহরে বসেছে অক্সিজেন বার ।

কুয়াশার বদলে ধোঁয়াশা আজ,
আর তোমরা বলছো সব ঠিক হয়ে যাবে!

আজ নদী থেমে যাচ্ছে,
সমুদ্রের মাছ প্লাস্টিক গিলে খাচ্ছে ।

আজ অক্সিজেনের বদলে,
পেট্রোল ডিজেলের ধোঁয়া বইছে।
আর তোমরা বলছো সব ঠিক হয়ে যাবে।।

আমাদের পরের প্রজন্ম ,
অক্সিজেন নেওয়া মানুষই তো হবে।
না কি হৃদপিণ্ডের বদলে ইঞ্জিন বুকে থাকবে,
যা চলবে পেট্রোল ডিজেলে !

তা তো সম্ভব না তাই না।
তবে কি রেখে যাচ্ছি ওদের জন্যে?
প্রশ্ন জাগে কি মনে।

- ধীমান

Comments

My popular posts