চিঠি


প্রিয়তমা,
আজ তোমার জন্য কিছু কথা,
আমি তোমাকে চাই, তোমাতে হারাতে চাই।
তোমার চাহিদাকে নিজের করতে চাই।।
না আমার ভালোবাসা নয় কোনো বন্দিশালা,
যেখানে ভুলতে হবে না তোমার কোনো চাহিদা,
শুধু করবো সত্যির আশা।।

সারা দিন সারা রাত্রি থাকতেই পারো তুমি অনলাইন সোসিয়াল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে কথা বলতেই পারো বন্ধুদের সাথে,
নেই কোনো বাধা আমার তাতে।
বললাম যে আমার ভালোবাসা নয় কোনো বন্দিশালা।।

শুধু কথা বলে নিয় আমার সাথে মাঝে মাঝে।

আর হ্যাঁ সময় তো চাইবো তোমার থেকে নিরবে,
কোন নদীর ধারে বা সামান্য এক চায়ের দোকানে,
সব চেচামেচির থেকে আড়ালে।
তখন শুধু তুমি এসো আমার কাছে চোখে কাজল দিয়ে, কিংবা কখনো শাড়ি পরে।
আমি তখন দেখবো তোমায় মন ভরে।।

আর চাইবো না সারাদিন কথা বলো।
সারাদিন আমায় নিয়ে ব্যস্ত থাকো।

শুধু চাইবো মন থেকে ভালোবাসো,
মন থেকে আমায় বুঝো।।

ভালোবাসবে কি প্রিয়তমা?

                                 - ইতি
                                  তোমার ভালোবাসা

- ধীমান

Comments