তোমার ফুরসৎ নেই
আজ তোমার ফুরসৎ নেই,
আমার সাথে কথা বলবার।
আজ তোমার ফুরসৎ নেই,
আমার দিকে ফিরে তাকাবার।
কিন্তু আমি আজও কথা বলি তোমার সাথে,
তোমার লেখা কবিতাতে।
শুনি তোমার মনের কথা,
তোমার সেই লেখা চিঠিটাতে।।
আজ তোমার ফুরসৎ নেই,
আমাকে ছোঁয়ার।
কিন্তু আমি তোমার ছোঁয়া পাই,
তোমার লেখা তোমার কবিতাতে।।
আজ তোমার ফুরসৎ নেই,
আমাকে ভালোবাসার,
কিন্তু তোমার লেখা চিঠি আর দেওয়া উপহারে
অনুভুতি হয় তোমার ভালোবাসার।।
- ধীমান
Comments
Post a Comment