ভাবছি ভালোবাসবো
ভাবছি তোমায় ভালোবাসবো।
সাধারণ কোন চায়ের দোকানে,
কাটিং চা খাবো।।
না বাইকে একদম চরাবো না,
কোন নিরব রাস্তায়
একে অপরের হাত ধরে একটু হাসবো
ভালোবাসার রংটা চারিদিকে ছড়িয়ে দেব।
ভাবছি তোমায় ভালোবাসবো।
আমি এতো প্রেম বুঝিনা,
তোমায় আমার বুকে সব সময় আগলে রাখবো।
তোমার চোখে চোখ রেখে,
সত্যির আশাটাই শুধু রাখবো।
তোমার হাতে হাত রেখে,
কখনো না হয় রবি ঠাকুরকেই শুনে নেব।
তোমার কথা ভেবে ভেবে,
রোজ না হয় একটা করে কবিতা লিখে নেব।
ভাবছি তোমায় ভালোবাসবো।।
বৃষ্টির দিনে ভুল করে আমার ছাতা টা,
ঘরে রেখে যাবো।
তারপর না হয়
তোমার ছাতা করে এক সঙ্গে বাড়ি ফিরবো।।
কখনো আবার তোমার জেদে,
একটু আকটু বৃষ্টি ভেজবো,
অসুবিধে নেই শুধু আদর করে
আমার মাথাটা মুছে দিয়।
ভাবছি তোমায় ভালোবাসবো।।
- ধীমান
Comments
Post a Comment