লাগবেনা তোমার সম্মতি

কখনো চাইনি তোমায় কষ্ট দেব,
কখনো চাইনি তোমার দুঃখের কারণ হব।
কখনো চাইনি তোমার মন ভাঙ্গা,
চোখের জল হব।।

চেয়েছিলাম তো তোমার হাসি,
চেয়েছিলাম তোমার খুশি।

এসেছিলে ভালোবেসেছিলে,
ভালোবাসার খিদে মিটিয়ে তুমি চলে গেলে।
না, নয় তুমি দোষী।
হয়তো ছিল আমার ভালোবাসায় কোনো কমি।
হয়তো আমি তোমায় বুঝিনি।।

একের পর এক বছর,
একের পর এক চিঠি।
হ্যাঁ আমি তোমায় বুঝিনি।।

তোমার তন কখনো চাইনি,
তোমার মন কখনো ভাঙ্গিনি,
সত্যিই কি আমি কখনো তোমায় বুঝিনি।।

একের পর এক কথা,
হাতে হাত রেখে কতো কথা দেওয়া।
আমি আজও ভুলিনি।।

ভুলিনি সেই প্রথম দেখা,
ভুলিনি সেই প্রথম ছোঁয়া,
ভুলিনি তোমার সেই পাগলামো,
ভুলিনি তোমার বৃষ্টি ভেজার জেদ করা।।

হ্যাঁ আমি তোমায় সত্যি বুঝিনি।

আজও এখনও স্বপ্নে তোমায় দেখি।
আজও এখনও স্বপ্নে তোমায় আদর করি।।

তুমি বলেছ, তুমি আর আমায় ভালোবাসো না,
তাতেই কি হয়ে যাবে আমাদের
ভালোবাসার গল্পের ইতি?

তোমায় ভালোবাসতে লাগবেনা,
তোমার সম্মতি।।

- ধীমান

Comments