সময়টা ফিরে পেতে চাই
আবার সেই সময়টা ফিরে পেতে চাই,
যে দিন প্রথম দেখা টিউশনে।
তোমায় চিনতাম না,
তোমায় জানতাম না।।
কিন্তু জানিনা কেন আমার দিকে দেখছিলে ।
সেই দেখা থেকেই ভালো লাগা,
আর সেই দেখা থেকেই ভালোবাসা।।
আর নোটবুকের পাতা ছিড়ে,
তোমায় প্রথম ভালোবাসার কথা বলা।।
সেখান থেকেই গল্প শুরু,
আর সেখান থেকেই,
না ঘুমিয়ে স্বপ্ন দেখা শুরু।
ভালোবাসা বুঝতাম না,
ভালোবাসা জানতাম না।
আমার হাতে হাত ধরে
শিখিয়েছো ভালোবাসা।
আমার বুকে মাথা রেখে আমায় জরিয়ে ধরে, শিখিয়েছো ভালোবাসা।।
একের পর এক বছর,
এভাবে পাঁচ বছর
অনেক শিখিয়েছো ভালোবাসা।।
কখনো রাত জেগে ফোনের লাইনে,
কখনো রাস্তায় বৃষ্টি ভিজে।
অনেক দিয়েছো ভালোবাসা।।
তবে আজ বলছো কেন?
যে মুছে গেছে তোমার ভালোবাসা।।
আবার সেই সময়টা ফিরে পেতে চাই,
যে দিন প্রথম দেখা টিউশনে।
তোমায় চিনতাম না,
তোমায় জানতাম না।
তোমার চাওয়াতে তোমার প্রেমে পরতাম না।।
- ধীমান কুড়ি
Comments
Post a Comment