কি দোষে ?


হাতে হাত রেখেছিলে,
অনেক কথা দিয়ে ছিলে।
না ঘুমিয়ে একের পর এক
স্বপ্ন দেখতে বাধ্য করেছিলে।।

আজ তোমার সাথে অনেকটা পথ,
চলার পর বলছো,
আজ তোমার সব ভালোবাসা মুছে গেছে!

ইচ্ছে হয় তোমাকে আবার ফিরিয়ে আনি,
চেষ্টা ও করেছিলাম কিন্তু তুমি ফিরে আসোনি।

এই কঠিন রাস্তায়,
এভাবে হঠাৎ হাতটা ছেড়ে দিলে।।
কি দোষে?
তোমায় সত্যি ভালোবেসে ছিলাম বলে?

তুমি আসবে জানি আমি ভালো কিনা জানতে,

আমার চোখে তাকাবে কি ভাবে?
যে চোখ তোমায় দেবী মেনে ছিল,
যে চোখ তোমায় বিশ্বাস করেছিল,

হ্যা বলো তাকাবে কি করে ?

- ধীমান কুড়ি

Comments