প্রেমিকা হবে?
আমি প্রেমিক হতে চাই।
তোমার হাতে হাত রেখে,
পুরো জীবনের রাস্তাটা হাঁটতে চাই।।
কোনো বন্ধ রুমে নয়
খোলা আকাশের নিচে,
খোলা বাতাসের মধ্যে ভালোবাসতে চাই।।
রাতের আকাশে,
চাঁদ তারার দিকে তাকিয়ে,
ওদের রূপকথায়
তোমায় নিয়ে ভাসতে চাই।।
কোনো দামি রেষ্টুরেন্টে নয়,
সেই বাশেঁর চায়ের দোকানে
তোমায় নিয়ে এক চুমুক চা খেতে চাই।।
আমার কোনো মটরসাইকেল নেই,
তোমায় নিয়ে হেঁটে ঘুরবো।
তুমি পরিশ্রম হলে,
কোনো ফুচকার দোকানে
তোমায় বিশ্রাম দিতে চাই।।
কখনো তোমার ছবি তুলবো,
কখনো তোমায় নিয়ে কবিতা লিখবো।
তোমায় মন থেকে ভালোবাসতে চাই।।
এবার বলো ,
কেউ কি আমার প্রেমিকা হতে চাও।।
- ধীমান
Comments
Post a Comment