বেশ ভালোই আছো
তুমি বেশ ভালোই আছো,
হ্যা আমিও ভালো আছি।
তোমাকে ছাড়া,
নিজেকে প্রায় গুছিয়ে নিয়েছি।।
আবারও একটু মিথ্যে হাসতে শিখেছি,
আবারও একটু ভালোবাসতে শিখেছি।
তোমার ভালো লাগা শার্ট টা ,
দূরে সরিয়ে রেখেছি।।
আজ আর মাখি না তোমার দেওয়া সুগন্ধিটা,
আজ আর পরি না তোমার দেওয়া ঘরিটা।।
সব রেখেছি যত্নে,
তোমার দেওয়া উপহার,
তোমার দেওয়া চিঠিটা
শুধু ওদের দিকে চোখ ফিরে তাকাতে পারিনা।
তোমায় ভুলতে চেয়েও ভুলতে পারিনা।
তোমায় নিয়ে লেখা কবিতার খাতা,
আজও ছিড়ে ফেলতে পারিনা।।
এই মন মানতে রাজী না,
এই মন শুনতে রাজী না।
তুমি আজ অন্য কারোর আমার না।।
- ধীমান
Comments
Post a Comment