যদি হও রাজী
তোমার কথায় কাটবো না,
আমি আমার দাড়ি,
কিন্তু তোমার হাত ধরে,
পুরো জীবনটা কাটিয়ে দিতে পারি।
তোমার জন্য হয়তো লিখে দিতে পারবো না,
আমার পুরো সম্পত্তি,
যদি সত্যি মন চাও
তবে তোমায় বানিয়ে রাখবো
আমার মহারানী।।
তুমি চাইলে নেশা করা ছাড়বো না,
তুমি চাইলে নিজের ইচ্ছেকে মরতে দেব না।
তুমি চাইলে নিস্বার্থে ভালোবাসা দিতে পারি,
তুমি যদি হও এ ভালোবাসার,
সম্মান দিতে রাজী।।
সব কিছু ভুলতে রাজী,
তোমায় বিশ্বাস করতে রাজী,
যদি সারা জীবন তুমি হও
আমার হাতে হাত রাখতে রাজী।।
- ধীমান
Comments
Post a Comment