তুমি কেন কাঁদবে

ও তোমায় ছেড়ে চলে গেছে।
দুঃখ নেই হাসো,
তুমি তো ঠিক ছিলে ,
তুমি তো তোমার সবটা দিয়ে
ভালোবাসে ছিলে।

তবে তুমি কেন ভাঙবে 
তবে তুমি কেন কাঁদবে।
কাঁদবে তো সে,
যে সত্যি ভালোবাসা হারিয়েছে।
ভাঙবে তো সে,
যে তোমায় হারিয়েছে।।

সে ভুল বুঝবে ,
তোমার ভালোবাসার অভাবে।
সে ফিরতে চাইবে।
কিন্তু সেদিন ,
চাইতে পারবে না তোমার চোখেতে।।

- ধীমান

Comments