ভালোবাসতে হবে না আমায়
চলো তোমায় ভুলে যাই,
বলবো না তোমায় ভালোবাসি।
বলবো না আর যে একটু কাছে আসি।।
তুমি আজ দূর দূরান্তে।
প্লিজ জানতে এসো না,
যে আমি কি ভালো আছি?
আমার ভালোবাসাটা একারই থাক,
ভুল করেছি তোমায় ভাগ দিয়ে।
হ্যাঁ ভালোবাসবো তোমায়,
প্রতি দিন প্রতি মুহূর্ত,
শুধু ভালোবাসতে হবে না তোমায়।।
ভালোবাসবো তোমায় আমার ছন্দে,
ভালোবাসবো তোমায়
তোমার দেখানো সেই মিথ্যে স্বপ্নে ,
ভালোবাসবো তোমায়
আমার কবিতায় আমার কাব্য গ্রন্থে।
ভালোবাসবো তোমায় আমার একান্তে।।
- ধীমান
Comments
Post a Comment