তুমি

কথা ছিল অনেক বলার বাকি,
পথ তো ছিল অনেক চলার বাকি।
তুমি এসেছিলে মনে বাসা বেঁধে ছিলে,
তুমি হঠাৎ ছেড়ে চলে যাবে
এটাই কি ছিল দেখার বাকি?

আমি আজ একা,
তোমাকে দেখতে চাই,
তোমাকে ফেরাতে চাই ।
তুমি তো ফিরবে না,
এ মন মানতে নয় রাজী।।

এ মন তোমায় চেয়েছিল,
এ মন তোমার স্বপ্ন দেখেছিল।
এ মন তোমায় বিশ্বাস করেছিল।

আজ দূর দূরান্তে তুমি।
কখনো কাছে ছিলে,
মিথ্যে ভালোবেসে ছিলে,
কথার উপর কতো কথা দিয়েছিলে।
কতো চিঠির উপর চিঠি দিয়েছিলে।

আজ দুঃস্বপ্ন হয়ে ঘুম ভাঙ্গাও তুমি।।

- ধীমান

Comments