কাঁদছি গো মা


মন যখন কাঁদি ,
মা তুমি বুঝো কেমনে ।।
আমি তো বলি না মা,
তবে তুমি শুনো কেমনে ।।

আমি আজ কাঁদছি গো মা হাসি মুখে।
আমি আজ ভাঙছি গো মা মাথা উঁচু করে।।
তুমি আছো তাই বেচে আছি,
মনে কাঁদে তবুও হাসি গো মা
তোমার মুখ দেখে।।

এ জগৎ বড় নিষ্ঠুর গো মা শুধু কাঁদাতে জানে,
একটু হাসতে শিখলে,
সে যে কাঁদায় আরও বেশি করে।।

- ধীমান

Comments

My popular posts