আজ মন বলছে
অনেক স্বপ্ন দেখিয়েছিলে,
আমি তোমার তুমি আমার,
এই কথা কতোবার না কানে ঢেলে ছিলে ।
আর অবশেষে নিজেরটা বুঝে নিলে!
আমিও কতো অবুঝ ছিলাম,
তোমার অভিনয় কে ভালোবাসে ছিলাম।
তোমার মিথ্যে রূপকথার রাজা,
আমি হয়ে ছিলাম ।।
ভলোবেসে ছিলাম মন থেকে।
আমার প্রতিটা নিশ্বাস,
মনের প্রতিটা কোনায় তোমায় রেখেছিলাম।।
আর তুমি এভাবে চলে গেলে!
একটু মিথ্যেই ভালোবাসতে,
তোমার অভিনয়টা এভাবেই করে যেতে,
আমি বুঝেও না বুঝার ভান করে থাকতাম।
বলতাম তুমি সত্যি ভালোবাসতে।।
- ধীমান
Comments
Post a Comment