রঙিন ভালোবাসা

ধুলো ভরা রাস্তা,
এই শহর আজ বড় সস্তা।
আবর্জনার স্তুপে  সজ্জিত এই শহরের রাস্তা।।

কখনো রাজনীতির চাপে,
কখনো ধর্মের নামে,
মনবিকতার অভাবে শহর আজ মৃত্যু সজ্জা।।

তুমি দূরে থাকো ,
এসব থেকে দূরে সরো।
তোমার ফুসফুসে ভালোবাসার হাওয়া ভরো।।

তোমায় অনেক ভালোবেসেছি,
তাই তোমায় নিয়ে
অলিগলিতে অনেক প্রেম ছুড়েছি,
এই বেরঙিন শহরকে একটু রাঙিয়ে দিয়েছি।
আমার ভালোবাসা নয় এতো সস্তা।।

বেরঙিন শহরে চার রঙিন দেওয়ালের মাঝে,
তোমায় প্রেম শিখিয়েছি।
হ্যা এই বেরঙিন শহরে,
রঙিন ভালোবাসা তোমায় দিয়েছি ।।

- ধীমান

Comments

My popular posts