আছি অপেক্ষায়

মৃত্যু আসুক ভয় পাইনা,
আগলে ধরবো, ভালোবাসবো মৃত্যুকে।
যেথায় নিয়ে যাবে যাবো সেথায়,
শুধু একটু ভালোবাসা দিয় আমাকে।।

এই ভবের মিথ্যে ভাবনা,
দেখেছি অনেক সত্যি ভাব করে।
এবার না হয় তোমাকেই ভালোবাসি মৃত্যু।।

জানি তুমি মিথ্যে ভাব জানো না,
এই ভবের মিথ্যে মায়ায় বাধতে জানো না।
শুধু সময় বুঝে চলো ।।

সময় আসলে ছুটে আসবে,
সব বাধন ছুড়ে ফেলবে
আসবে ভালোবাসবে।
তোমার ভালোবাসায় চির বন্দি করবে,

আমি আছি অপেক্ষায়।।

- ধীমান কুড়ি

Comments