তুমি আছো মনেতে

এ পার ও পার ,
খুঁজি তোমারে।
তুমি তো আছো মনেতে।।

তোমার চেহারা পাইনা খুজেঁ এ ভিড়ে,
যা যতনে রাখা আছে আমার নয়নে।

তোমায় দেখিতে বার বার চায় মন,
তবুও কেন দেখিতে পাইনা তোমারে।
শুধু দেখি তোমায় ফেলে আসা স্মৃতিতে।।

তুমি ছাড়া কেউ নাই মোর,
যে ভালোবাসিবে  তোমার মতো যতনে।।

তোমার ভাবনায়, ভেসে যাই আমি,
নয়নে অশ্রু ঝরে তখনে।

এ পার ও পার ,
খুঁজি তোমারে।
তুমি তো আছো মনেতে।।

- ধীমান কুড়ি

Comments