প্রতিবাদ উঠুক

ঠাই নাই আজ নিজের দেশে।
বঞ্চিত আজ দেশ থেকে।
জ্বলছি মরছি,
আত্মহত্যার পথ বেছে নিচ্ছি।
নিরীহ হিন্দু বাঙালীর দল,

হয়তো কেউ শুনবে,
হয়তো পাশে কেউ থাকবে,
কিন্তু তা ভুল।

নিজের দেশ বলছে তোরা বের হো,
তোরা বিদেশি।।
নিজের দেশে পুতে কাটাতার,
করেছো মোদের বিদেশি।

আমরা নিরীহ বাঙ্গালী আজ বড় দোষী,
নেই প্রতিবাদ, যাই কোথায়।
হাতে হ্যান্ডকাফ, হাতে বাধা দড়ি,
না আমরা চোর না খুনি
তবুও আমরা দোষী।

উঠুক প্রতিবাদের হাওয়া ঘরে ঘরে,
বাঙালিকে দেশে আগলে রাখতে।
সবার মানতে হবে আমরা নয় বিদেশী।।

- ধীমান

Comments