মা

মায়ের কাছে জন্ম হয়েছি,
শক্তির আরাধনা ও করি মায়ের কাছে।
কখনো তুমি নগ্ন কালি,
কখনো নগ্ন দূর্গা, রূপ দানের আগে।।

তুমি জগৎ জননী,
তুমি জগৎ সৃষ্টিকারী।
তোমার কাছে কিসের লজ্জা, হে জননী।
তুমি সেই মহিষাসুরমর্দিনী ।।

যুগে যুগে আছো,
যুগে যুগে আসো।
প্রত্যেকের ঘরে মায়ের রূপে।।
তুমি জগৎের মা।
তুমি সেই মা।
আমার ঘরে বিরাজমান তুমিই মা।।

- ধীমান কুড়ি

Comments

My popular posts