সেই তুমি
যতো দেখি তোমায়,
যতো শুনি তোমায়,
ততো বার দেখতে চাই তোমায়।
ততো বার শুনতে চাই তোমায়।।
তুমি যেনো কেমন অজানা,
শুধু আরও জানতে চাই ।
তোমায় দেওয়া ভালোবাসা,
প্রত্যেক বার যেনো নতুন ছোয়া।
তুমি বড্ড অজানা।।
তোমার চোখের গভীর নীলে,
প্রত্যেক বার যেনো আমি হারিয়ে যাই।
তোমার চোখের গভীর নীলে,
এভাবে সব সময় আমি হারাতে চাই।।
যতো দেখি তোমায়,
ততো বার যেনো আরও দেখতে চাই।
যতো বার শুনি তোমায়,
ততো বার যেনো আরও শুনতে চাই।।
- ধীমান কুড়ি
Comments
Post a Comment