একটু মিথ্যেই ভালোবাসো


ভালোবাসি তোমায়,
সব ঘৃণাকে চিঁড়ে ।
তোমার অবহেলা কে
চোখের আড়াল করে।।

জানি দুরে সরে যেতে চাও।,
জানি ভুলে যেতে চাও।
বুঝেও না বুঝার অভিনয় করে থাকি।
তোমায় ভালোবাসি বলে।।

আমার ভালোবাসাটা শুধু আমার একার,
নেই অন্য কারোর অধিকার
নেই তোমারো অধিকার।।

দুরে যেওনা,
ভুলে যেওনা,
একটু ভুল ভাবেই ভালোবেসো ।
একটু ভুল ভাবেই কাছে থেকো,
সত্যি ভালোবাসা না হয় আমিই দিলাম।

কারণ তোমাকে সত্যি ভালোবাসার ,
অধিকারটা শুধু আমার।।

- ধীমান কুড়ি

Comments