জানি তুমি হারাবে
জানি তুমি মুছে যাবে,
জানি তুমি হারিয়ে যাবে।
ছিড়ে যাবে ডাইরির সেই পাতা থেকে।।
আমি অজানা, অবুঝ হয়ে,
ভালোবাসি অন্ধ হয়ে।
জানি তুমি চলে যাবে,
হারিয়ে যাবে গভীর আধারে।।
জানি তুমি মুছে যাবে,
তোমার অভিমানে
তুমি হারাবে তোমার ভয়ে।
তোমার অবিশ্বাসে।।
- ধীমান
Comments
Post a Comment