জমে থাকা ধুলো

কতো দিন দেখিনি,
কতো দিন শুনিনি,
কতো দিন ছোয়া পাইনি তোমার।

জমেছে ধুলো সেই ভালোবাসায়,
লেগেছে পুরোনো গন্ধ ভালোবাসায়।
তবুও আজও ,
ভালোবাসতে ভুলিনি তোমায় ।

তোমার দেওয়া স্মৃতি গুলো ,
বহন করে আসছি আজও।
তোমার দেওয়া চিঠি গুলো,
সযত্নে আছে আজও।

শুধু তোমায় পড়তে গেলে ,
ভালোবাসার বদলে ,
স্পর্শ হয় জমে থাকা ধুলো।।

- ধীমান

Comments