মিথ্যে স্বাধীনতায় আনন্দ কিসের?

১৫ আগস্ট এই দিনে আমরা এতো উৎসব কেন পালন করি?
আমরা কি ১৫ আগস্ট সত্যি স্বাধীন হয়েছিলাম?
১৫ আগস্ট আমি মনে করি না কোন আনন্দের দিন,  ১৫ আগস্ট ছিল আমাদের ইতিহাসে একটা কালো দিন।
১৫ আগস্ট ১৯৪৭,একদিকে  transfer of power এর আনন্দে মেতে উঠেছিল দেশ,
আর একদিকে জ্বলছিল লক্ষ লক্ষ মানুষ,  হচ্ছিলো হত্যা,  মহিলাদের হচ্ছিল ধর্ষণ।।

আর হ্যাঁ আমরা ওইদিন স্বাধীন হইনি,
ওই দিন শুধু হয়েছিল transfer of power,
কিন্তু আমরা সেটা কেউ জানিনা।।

কেন আনন্দ করবো এই দিনে,  যে দিনে ভারতের টুকরো হয়েছে। 
যার জন্য প্রাণ হারিয়েছিল লক্ষ লক্ষ নিরীহ মানুষ,
তাদের বিচার কি কেউ করেছে? 

গান্ধীজী দেশ ভাগের সময় কোথায় ছিলেন?
যিনি কথায় কথায় অনশন ধর্মঘট পালন করতেন উনি কোথায় ছিলেন?

এই সমস্যা নিয়ে কেন অনশন ধর্মঘট বসলেন না জিন্নাহ আর নেহেরুর সামনে?
যখন নেহেরু আর সর্দার বল্লভভাই প্যাটেলের ভোট হয়,  সর্দার বল্লভভাই প্যাটেলজী ভোটে জয়ী হওয়া সত্ত্বেও পদ ছাড়তে বাধ্য হন এক মাত্র গান্ধীজীর অনশন ধর্মঘটের জন্য,  এইরকম অনশন ধর্মঘট নেতাজী,আম্বেডকর আরও অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছিল কিন্তু দেশের ভাগ আটকানোর পক্ষে দেখা যায়নি,  তা কেন?

১৯৪৩ সালের ২১ অক্টোবর ভারতে প্রথম স্বাধীন সরকার গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর তাকে মান্যতা দিয়েছিলেন বিশ্বের ১১টি দেশ, 
তবে গান্ধীজী,  নেহেরুর সমর্থন কেন পাননি নেতাজি?
দেশের থেকে কি ওদের গদির প্রতি লোভটা বেশি ছিল??
যদি তখন গান্ধীজী,  নেহেরুর সমর্থন নেতাজি পেয়ে যেতো তবে হয়তো দেশ আজ ভাগ হতো না ।।

- ধীমান

Comments