আবর্জনার স্তুপে স্বপ্ন

দরিদ্রতার জালে বাধাগ্রস্ত,
জাগা চোখে, স্বপ্নের নেই অস্ত।
সীমাহীন আকাঙ্ক্ষার  স্তুপে
জমেছে আবর্জনা।।

দুর্দশা অভাব,
অবশেষে দুটো ভাত।
আবার স্বপ্ন!
স্বপ্ন আবর্জনার স্তুপে জমে থাক।।

জন্মের পর থেকে জীবন কি বুঝেছি,
জন্মের পর থেকে জীবনের মানে খুজেঁছি।
স্বপ্নও দেখেছি, দরিদ্রতার কবলে,
তা মন থেকে মুছেছি।।

মায়ের কোল, অবশেষে চিতায়,
পুড়ে ছাই হবে স্বপ্ন।
দু বেলার ভাত নেই,
তাদের আবার স্বপ্ন!

- ধীমান

Comments