ভালোবাসবে তো পরের জন্মে??
এতো দুরত্ব!
চুকিয়ে দিয়ো পরের জন্মে।
আমার ভালোবাসা!
থাকবে তোমার চিরতরে।
তুমি কি করবে অপেক্ষা?
পরের জন্মে।।
তোমার গন্ধ,
তোমার চাওয়া,
কারণ ছাড়া হাসি।
সব রেখো সযত্নে,
আমি আসবো পরের জন্মে।
ভালোবাসবো তোমায় পরের জন্মে।।
তোমার মান অভিমান।
রাগ করে ফিরে না তাকানো,
থাকবে তো পরের জন্মে?
আমি আসবো,
ভালোবাসবো তোমায় পরের জন্মে।।
তোমার ভালোবাসার গন্ধ নিয়ে,
তোমার একের পর এক লেখা চিঠি।
আমাদের দুরত্ব মুছে দিতে,
আসবে তো পরের জন্মে?
সত্যি, ভালোবাসবে তো পরের জন্মে??
- ধীমান
Comments
Post a Comment