ভণ্ডামি সেকুলারিজম

ওরা আজ ছুড়েছে বোমা,
বুকে ছুড়ছে গুলি।
সেই অমানুষ গুলো কে,
বাম হাতে সমর্থন ও করছি।।

তারা বলছে,
রাষ্ট্র বাদ বিষাক্ত আজ।।
এরাই করছে দেশের টুকরো কাজ,
ওরা ধারণ করছে আজ বুদ্ধজীবীর সাজ।

ভণ্ডামি সেকুলারিজম আজ দুরেই থাক।।

ওরা সেকুলার, ওরা সেকুলার,
রামের নামে আজ থুথু ফেলছে।
প্রচণ্ড আওয়াজে পাচ বার আজান শুনছে।
ওরা সেকুলার।।

কিছু বলবে না তুমি,
কিছু লিখবে না তুমি,
সেকুলারিজম বলে কথা।
মোটেও ভুলবে না তুমি।।

- ধীমান

Comments

My popular posts