হিংসে হয়

আজ হিংসে হয়,
তোমার ঘরের চারিদিকের দেওয়াল গুলো কে,
যে গুলো প্রত্যেক মুহুর্ত তোমাকে দেখে থাকে।

আজ হিংসে হয়
তোমার পরনের কাপড় গুলো কে,
যে গুলো প্রত্যেক সময় তোমাকে ছুয়ে থাকে।

আজ হিংসে হয়,
তোমার ঘরের আয়নাটাকে,
যার দিকে তাকিয়ে তুমি
প্রত্যেক মুহুর্ত  হেসে থাকো।
যার দিকে তাকালে ফেরাতে পারো না,
তোমার আঁখিটাকে।।

আমি হতে চাই,
তোমার ঘরের সেই দেওয়াল,
সেই কাপড়,  সেই আয়না।

প্রত্যেকটা সময় তোমাকে দেখতে চাই,
তোমাকে ছুতে চাই।

তোমাকে ভালোবাসতে চাই।।

: ধীমান

Comments