কালো রীতি

ধর্মের নামে খেলছে খেল,
কালো পর্দায় মুখ ঢাকা দল।
ধংস করতে চায় সব ধর্ম,
ওরা ভুলে যায়,
কালো পর্দার পিছনে আছে তো তাদেরও ধর্ম।

মারছে লোক,  কাটছে গলা,
তাদের গ্রন্থে কি আছে তা বলা?
কিসের বিদ্বেষ,  কিসের ক্রোধ,
ধর্মের বদলে লেগে গেছে ওদের রক্তের লোভ।

ধর্ম বলেনি খুন করো,
ধর্ম বলেনি গলা কাটো।
যোদি বলে থাকে তবে তা ধর্ম নয়।।

ধর্মের ত্রিশুল উঠবে দাড়া!
আসবে সেই কেয়ামতের পালা,
মুছে দিবে সব কালো রীতি।
আসছে নুতন সূর্যের পালা।।

- ধীমান

Comments