কান্না
প্রত্যেক মানুষের চোখ ভেজা কেন?
সুখের তালাশে সবাই,
তবে দুঃখের আঁধারে আসে কেন?
চারিদিকে দালান কোঠা,
তবে, রাস্তার পাশে সে খালি পেটে কেন?
হাসি মুখে তুমি।
তবে মনের চোখে জল কেন?
কারও মন ভাঙ্গা কান্না।
কারও স্বপ্ন ভাঙ্গা কান্না।
কারও খিদের জ্বালায় কান্না।।
চারিদিকে এতো চোখের জল কেন?
গড়তে চাই নুতুন পৃথিবী,
যেখানে নেই কোনো কষ্ট,
যেখানে নেই কোনো দুঃখ।।
যেখানে,
থাকবে না কেউ রাস্তার পাশে,
থাকবে না কেউ খালি পেটে।
মুছে যাবে সব ধর্মের দালাল,
মুছে যাবে সব না চাওয়া আঁধার।
তখন ধুলো ভরা সমাজের চাদরটা,
আমাদের পরনে থাকবে না তো?
- ধীমান
Comments
Post a Comment