সে আসবে
এই লাল নীলে ভরা শহরে
লাল ইটের পাহাড়ে,
লেগে আছে কতো অজানা স্মৃতি।
হয়তো মান অভিমানে সেই তুমি।।
সেই দোতলার, সেই কাচের জানালায়,
অপেক্ষা করছো।
সেই পথের পানে একদৃষ্টে,
চেয়ে আছো,
সেই তুমি।।
সে আসবে, ক্লান্তির শেষে,
একটি মিষ্টি হাসির বিনিময়ে।
তোমার অপেক্ষা,
তোমার চেয়ে থাকার অবসর ঘটাতে।।
- ধীমান
Comments
Post a Comment