আজ যীশুর উপর হামলা
আমরা অন্ধ, ধর্মের আঁধারে।
ধর্মের নামে জ্বালাবো আগুন
সামনে যে আসবে করবো খুন।
এটাই কি সত্যি?
গীতা বলেনি মানুষ মারো,
বাইবেল বলেনি মানুষ মারো,
তবে কোরান কি বলেছে?
না বলেনি তো ।।
তবে কেন ধর্মের নামে খুন?
কোরানটা কে ভুল বানিয়ো না,
বাইবেলটা কে ভুল পড়িয়ো না।
আজ হয়েছে যীশুর উপর হামলা।
যীশু শুনছেন হাজার হাজারও কান্না।।
কিসের এতো ক্রোধ,
কিসের এতো বিদ্বেষ?
খতম্ করো ধর্মের যুদ্ধ।
কেন তোমাদের এতো রক্তের তৃষ্ণা,
মুছে দাও সব ধর্মের তমসা।
চলো বিলুপ্ত করি জুলুম, লাঞ্ছনা ।।
আর রক্ত নয়।।
- ধীমান
Comments
Post a Comment