এক আচমকা ভালোবাসা
সেই রাতে ঝিঝিরা ও ঘুম,
শহর ঘুমাতে ব্যস্ত।
সেই ঘুমের দেশেতে
তুমি আমায় গল্প শুনাতে ব্যস্ত।।
গল্প ছিল প্রেমের, মান অভিমানের।
সেই গল্পের মেয়েটা,
কানের ঝুমকো ভালোবাসতো।
আশ্চর্য তুমিও ভালোবাসতে।।
জানিনা কেন তোমায় ভালো লাগছে,
সেই গল্পের ফাঁকে,
হয়তো আরও এক গল্প গড়ছে।
জানিনা কেন?
তোমায় এতো ভালো লাগছে।।
আমার মন আজ কেন অস্থির,
তোমায় ভালোবাসতে।
আশ্চর্য আমি জানিনা তোমাকে,
আমি চিনি না তোমাকে,
তবে মন কেন অস্থির তোমায় ভালোবাসতে।।
- ধীমান
Comments
Post a Comment